February 16, 2025
দেশে মূল্যস্ফীতি বেড়ে গেলেও বেতন তেমন বাড়েনি: পরিকল্পনামন্ত্রী

দেশে মূল্যস্ফীতি বেড়ে গেলেও বেতন তেমন বাড়েনি: পরিকল্পনামন্ত্রী

দেশে মূল্যস্ফীতি বেড়ে গেলেও বেতন তেমন বাড়েনি: পরিকল্পনামন্ত্রী

দেশে মূল্যস্ফীতি বেড়ে গেলেও বেতন তেমন বাড়েনি: পরিকল্পনামন্ত্রী

দেশে মূল্যস্ফীতি বেড়ে গেলেও মানুষের বেতন বাড়েনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

এম এ মান্নান বলেন, দেশের বাজার বিশ্ববাজারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য বাজার চাপে পড়েছে। এ কারণে মূল্যস্ফীতি বেড়েছে। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো একই হারে বাড়েনি। এটা আমাদের জন্য ভালো।

মন্ত্রী বলেন, আইএলও সবক্ষেত্রে শ্রমিকদের মজুরি বাড়াতে বলেনি আইএলও। শুধু চা শ্রমিক এবং উপকূলীয় জেলেদের বাড়ানোর কথা বলেছে সংস্থাটি। আমরা সম্প্রতি চা শ্রমিকদের মজুরি বাড়িয়েছি। আরও বাড়বে।

মন্ত্রী আরও বলেন, অনেক সময় চা শ্রমিকরা এক হাজার টাকা বাড়ালেও বাগান ছাড়েন না। তারা ওই বাগানেই থাকতে চান। কারণ তারা দীর্ঘদিন ধরে গ্রামে বসবাস করে আসছে । অনেকে মনে করেন তারা কাজ করতে বাধ্য হয়েছেন। আসলে ব্যাপারটা এমন নয়। তবে ওই শ্রমিকদের রেশন বাড়াতে হবে।

আইএমএফ ঋণ দিলে দেশের অর্থনীতিতে কী স্বস্তি ফিরবে? জবাবে তিনি বলেন, আমার পকেটে ১০০ টাকা আছে। কেউ ১০ টাকা ধার দিলে কিছুটা ভালো হয়। আইএমএফ ঋণ সাময়িক স্বস্তি দিতে পারে। তবে সরকার মোটেও অস্বস্তিতে নেই।

Leave a Reply

Your email address will not be published.

X