বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
“হৃদয় চিড়ে রক্তক্ষরণ হওয়ার মত বড় দুর্ঘটনা । তবে এই ঘটনা নতুন নয়। অবশ্যই ঘরের ভিতরে বা বাহিরে যেখানেই বালতি থাকবে। বালতি অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে অথবা বালতি খালি রাখতে হবে। কোনমতেই পানি ভর্তি যে কোনো কিছু বা বালতির কাছাকাছিও যেন শিশু যেতে নাপারে সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে”।
চুয়াডাঙ্গার দামুড়হুদার বিষ্ণপুর গ্রামে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ হোসেন কুর্লগাছি গ্রামের মানিক মন্ডলে ও জেসমিনের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ছেলে আলিফকে নিয়ে বিষ্ণপুরে বাবার বাড়িতে থাকতেন জেসমিন।
বেলা ১১টার দিকে তিনি বালতিতে পানি দিয়ে কাপড় ধুলেন। আলিফ জেনমিনের পাশে ছিল। কাপড় রোদে দিয়ে ফিরে জেসমিন ছেলেকে বালতির পানির মধ্যে মাথা ডুবানো অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুসনে আরা পারভীন আলিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।