বাংলাদেশে এডিস মশা ছিল না, ফ্লাইটে আসতে পারে
আমাদের দেশে এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। বিদেশ থেকে এই মশা আমাদের দেশে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
রোববার সচিবালয়ে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনায় বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।
আজকের সংবাদপত্র অনলাইন থেকে সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিড অনুসরণ করুন
এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখানে এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগও ছিল না। এটা বাইরে থেকে এসেছে। একজন যাত্রী ফ্লাইটে এসেছেন বা দুটি মশা এসেছে । দুটি মশা এখানে এসে তারা আরও মশা জন্মায়।’
এ সময় মন্ত্রী বলেন, “বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম হলেও আমরা অস্বস্তিতে আছি। গত ২৬ অক্টোবর পর্যন্ত দেশে ৩৩ হাজার ৯৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন,২০১৯ সাল থেকে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। আমি ২০২০ সালে সাফল্য দেখাতে পেরেছি। ২০২২ সালে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলিতে পরিস্থিতি আরও খারাপ। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই।
বৈঠকে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।