একটি শর্ত অপূর্ণ থাকলেও কোনো দল নিবন্ধন পাবে না: ইসি আলমগীর
নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আলমগীর বলেছেন, নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোকে অবশ্যই শতভাগ শর্ত পূরণ করতে হবে। শর্তগুলোর একটিও পূরণ না হলেও নিবন্ধন দেওয়া হবে না।
রোববার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ দিনে তিনি এ মন্তব্য করেন।
মো: আলমগীর বলেন, কোনো দলের কোনো শর্ত পূরণ না হলে নিবন্ধন দেওয়া হবে না। আজ শেষ দিন, তার পর কমিটি করব। তারা চেক করবে। তারপর আমরা দেখে সিদ্ধান্ত দেব। শর্ত পূরণের ক্ষেত্রে এক শতাংশ কম থাকলেও নিবন্ধন পাবে না। এটা যেকোনো দলের জন্য প্রযোজ্য হবে।
জামায়াত নেতারা বিভিন্ন নামে নিবন্ধনের আবেদন জমা দিয়েছেন এ বিষয়ে প্রশ্ন করা হলে – এ বিষয়ে সাবেক ইসি সচিব বলেন, আমরা তো দেখিনি। আপনারা (মিডিয়া) বলছেন। তবে যেকোনো দলের ক্ষেত্রে নিবন্ধন পেতে হলে শতভাগ শর্ত পূরণ করতে হবে।