November 22, 2024
মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার বিধান কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার বিধান কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার বিধান কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার বিধান কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

সমাবেশ বা মিছিলে নিষেধাজ্ঞার পুলিশ কমিশনারের ক্ষমতা সংক্রান্ত বিধান কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দ হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

অধ্যাদেশটির ২৯ ধারায় সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষমতার (পুলিশ কমিশনারের) বিষয়ে বলা আছে।

১৯৭৬ সালের অধ্যাদেশের ২৯ ও ১০৫ ধারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (মিটিং, সমাবেশ, মিছিল ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট দায়ের করা হয়।

গত ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মোমেন চৌধুরী ও কেএম জাবির, চাঁদপুর জেলা বারের (কমিটি) আইনজীবী সেলিম আকবর, রাজধানীর বাসিন্দা শাহ নুরুজ্জামান ও মোহাম্মদ ইয়াসিন রিটটি করেন।

গত বৃহস্পতিবার রিটের ওপর শুনানি শেষ হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল মোমেন চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

শুনানি শেষে আদালত আদেশের জন্য আজ (রোববার) দিন ধার্য করেন। সে অনুযায়ী আজ এ আদেশ দেওয়া হয়েছে।

আদেশে আদালত বলেন, ‘এখন আমি ১০৫ ধারার প্রশ্নে আমার রুল জারি করছি না। ২৯ ধারার বিষয়ে রুল দেওয়া হয়েছে।

পরে আইনজীবী আবদুল মোমেন চৌধুরী প্রথম আলোকে বলেন, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে রুলের জবাব দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

X