সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু
‘’হ্যালো বাংলাদেশ ; নির্মাণের জন্য করা কোন আইনের তোয়াক্কা করে না বেশিরভাগ নির্মাতা প্রতিষ্ঠান,মালিক বা সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠানগুলো । শুধু নির্মাণ শ্রমিকদের নিরাপত্তাই নয়,আশেপাশে চলাচলের জন্য মানুষের নিরাপত্তারও কোনো বালাই যে দেশে নাই তারি নাম বাংলাদেশ’’।
সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আনিছুর রহমান (৩০) । তিনি কিশোরগঞ্জ জেলা সদরের হোসেনপুর গ্রামের বাসিন্দা। আনিছুর পরিবারসহ সাভারে ভাড়া থেকে জীবিকা নির্বাহ অন্বেষণ করতেন।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটির একটি ভবন থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়।
পুলিশ জানায়, সাভারের ছায়াবীথি এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটিতে ছয় তলা ভবন নির্মাণ করছিলেন ২১ জন। ওই ভবনের পাঁচ তলায় কাজ করছিলেন নির্মাণ শ্রমিক আনিছুর রহমান। এ সময় তিনি পিছলে দ্বিতীয় তলায় পড়ে গুরুতর আহত হন।
পরে অন্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার সুপার ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাদের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।