সিত্রাং জীবন গেলো ১৭ জনের
ঘূর্ণিঝড় সিতরাং দেশের নয়টি জেলায় কমপক্ষে ১৬ জনের প্রাণহানির দাবি করেছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় সিত্রং। এর কয়েক ঘণ্টা আগে উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ শুরু হয়।
মঙ্গলবার সকাল থেকে ক্ষয়ক্ষতি ও মৃত্যুর খবর আসতে থাকে।এই পর্যন্ত
ভোলায় চারজন,
কুমিল্লায় তিনজন,
গোপালগঞ্জে দুইজন,
সিরাজগঞ্জে দুইজন,
পটুয়াখালীতে একজন,
বরগুনায় একজন,
শরীয়তপুরে একজন,
নড়াইলে একজন নারী
রাজধানীতে একজন রিকশাচালক মারা গেছেন ও
গাজীপুরের কাপাসিয়ায় মাটির দেয়াল ধসে পড়ে ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছেবলে জানা গেছে।