September 20, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
বিদ্যালয়ের খেলার মাঠ মাটি কেটে পুকুরে পরিণত করেছে ঠিকাদার

বিদ্যালয়ের খেলার মাঠ মাটি কেটে পুকুরে পরিণত করেছে ঠিকাদার

বিদ্যালয়ের খেলার মাঠ মাটি কেটে পুকুরে পরিণত করেছে ঠিকাদার

 

বিদ্যালয়ের খেলার মাঠ মাটি কেটে পুকুরে পরিণত করেছে ঠিকাদার

কুমিল্লার মুরাদনগরের ভিটিপঞ্চপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি মাটি কেটে পুকুরে পরিণত করেছে ঠিকাদার। বিদ্যালয় ভবন নির্মাণের কথা বলে মাটি খুঁড়লেও ভরাট করছেন না। ছবি: কালের কণ্

কুমিল্লার মুরাদনগর উপজেলার ভিটিপঞ্চপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ মাটি কেটে পুকুরে পরিণত করেছে ঠিকাদার। ফলে ওই বিদ্যালয়ের ২০৭ জন শিশু গর্তে পড়ার আশঙ্কায় রয়েছে। স্কুলে এসেও কেউ খেলাধুলা করতে মাঠে যেতে পারে না। নবনির্মিত ভবনের অজুহাতে আট মাস আগে মাঠের মাটি কেটে নিয়ে যায়।

ভিটিপঞ্চপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার বলেন, ‘২০২০ সালে বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হয়। আট মাস আগে ওই ভবনের মাটির প্রয়োজনের অজুহাতে ঠিকাদার বিদ্যালয়টি থাকা অবস্থায় মাঠ থেকে মাটি কেটে ফেলে। করোনা ভাইরাসের সময় বন্ধ। স্কুল খোলার পর বিষয়টি রেজুলেশন আকারে উত্থাপিত হয়। তখন ঠিকাদার বলেন, স্কুল খুললেই তিনি মাটি ভরাট করবেন। কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি চালু হলেও এখনো সে গর্ত ভরাট হয়নি। ‘

এ বিষয়ে সাবকন্ট্রাক্টর মিজানের কাছে জানতে চাইলে তিনি স্বীকার করেন, “এটা তেমন গর্ত নয়। প্রয়োজনে মাটি কেটে দিয়েছি। কিছুদিনের মধ্যে আবার ভরাট করে দেব।’

এ ব্যাপারে মুরাদনগর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির বলেন, “বিষয়টি নিয়ে আমার সাথে কয়েকবার মৌখিক কথা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিতভাবে জানায়নি। আমি ঠিকাদারের সাথে কথা বলে খুব দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করবো।” ‘

উপজেলা শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাকে জানানোর পর যতবারই উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি, তারা দ্রুত গর্ত ভরাট করে দেবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে শিগগিরই লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

X