January 18, 2025
খাবার কম দেওয়া ও বরের হাত ধোয়ানোর বকশিস নিয়ে বিয়ে পণ্ড, সংঘর্ষে আহত ৩০

খাবার কম দেওয়া ও বরের হাত ধোয়ানোর বকশিস নিয়ে বিয়ে পণ্ড, সংঘর্ষে আহত ৩০

খাবার কম দেওয়া ও বরের হাত ধোয়ানোর বকশিস নিয়ে বিয়ে পণ্ড, সংঘর্ষে আহত ৩০

 

খাবার কম দেওয়া ও বরের হাত ধোয়ানোর বকশিস নিয়ে বিয়ে পণ্ড, সংঘর্ষে আহত ৩০

রোববার কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রী মো. সাদেক হোসেন (২৬) দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের মো. ইসমাইল মুন্সীর ছেলে ও পুত্রবধূ সোনিয়া আক্তার (১৮) মুরাদনগর উপজেলার নেয়ামতকান্দি গ্রামের মো. শানু মিয়ার মেয়ে। বর এবং কনেপক্ষ পূর্ব ঘনিষ্ঠ আত্মীয়। উভয় পক্ষের সম্মতিতে রবিবার ছিল পারিবারিক বিয়ের দিন।

সূত্রের খবর, দুপুরের পর বর কনের বাড়িতে গেলে প্রথমে গেটে সালামি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে খাবারের একপর্যায়ে বরযাত্রীকে খাবার কম দেওয়া ও বরের হাত ধোয়ার টাকা নিয়ে আবারও দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। দুই পক্ষ পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়। এতে বর পক্ষের ২০ জন ও কনে পক্ষের ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বরপক্ষ বিয়ে না করেই ফিরে যায়।

এ ঘটনায় কনের বড় ভাই মো. এ ঘটনায় গিয়াস উদ্দিন মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন। ১৫০ জনের আসার কথা থাকলেও বর ১৬০ জন বর নিয়ে আসেন বলে উল্লেখ করা হয়েছে। খাওয়া শেষ করে বরের হাত ধোয়ার জন্য বখশিশের দর কষাকষিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বরের লোকজন কনে পক্ষের  মেয়েদের গালিগালাজ, মারধর ও শ্লীলতাহানি করে। এ অবস্থায় বাড়ির লোকজন বরকে শান্ত করতে গেলে হামলা চালায়।

এ ব্যাপারে বরের ভাই মো. সাইফুল ইসলাম বলেন, বিয়ে বাড়ির গেটে যাওয়ার পর গেটে টাকার  জন্য চাপ প্রয়োগ করা হয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ হাজার টাকার পর আরও  ৫০০ টাকা দিলেও কনে পক্ষ গেটে চেয়ার-টেবিল ছুড়ে মারে। ১৩০ বরযাত্রীর যাওয়ার কথা ছিল কিন্তু গেলাম  ১২০ জন। তারপরও খাবার দিতে গিয়ে বরের লোকজনকে পর্যাপ্ত  খাবার দেয়নি। তর্কাতর্কির একপর্যায়ে বরের শেরওয়ানি ছিঁড়ে যায়। আমাদের নারীরাও আক্রান্ত হয়। আমি থামানোর চেষ্টা করলে তাদের আক্রমণে আমি অজ্ঞান হয়ে যাই।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার বলেন, বরকে খাবার কম দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published.

X