ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালের কোনো শয্যা খালি নেই: স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ডা. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, দেশে প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানীর কোনো হাসপাতালে শয্যা খালি না থাকলেও প্রতিদিন নতুন নতুন রোগী আসছে।
সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সভা কক্ষে আয়োজিত এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক তথ্য ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, হাসপাতালগুলোতে আসন না থাকলেও প্রতিদিনই রোগী আসছেন। কিন্তু আমরা তাদের ফেরত পাঠাতে পারছি না। তাদের মেঝেতেও জায়গা দিচ্ছি, চিকিৎসা সেবা দিচ্ছি।
তিনি বলেন, প্রতিটি হাসপাতালে মশারি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। রোগী না নিয়ে এলেও হাসপাতাল থেকে মশারি দিতে হবে।
আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ডেঙ্গু রোগীর রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসকও কিছু করতে পারেন না। ১০-১২ হাজার প্লাটিলেটে আসলে দাঁতের গোড়া সহ বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ শুরু হয়। তাই আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘ডেঙ্গুর অন্যতম হটস্পট মিরপুরের মিরপুর লালকুঠি ও মহানগর হাসপাতালসহ কোভিডের জন্য নিবেদিত হাসপাতালগুলোতে চিকিৎসা করা হবে। . এগুলো এখন খালি থাকায় কোনো সমস্যা হবে না।’
আনোয়ার হোসেন বলেন, সিটি করপোরেশনগুলোকে হটস্পটে দ্রুত অভিযানের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া মিডিয়ার ফোকাস, সবার অংশগ্রহণ, দ্রুত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দিকে নজর দিতে বলা হয়েছে।