January 19, 2025
বাংলাওয়াশ সিরিজ: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

বাংলাওয়াশ সিরিজ: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

বাংলাওয়াশ সিরিজ: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

বাংলাওয়াশ সিরিজ: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

অ-চিন্তিত  আর  অপরিপক্কতায় দেওয়া নাম বাংলাওয়াশ সিরিজ। যাই হোক সিরিজের নাম দেখেই তার উদ্দেশ্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। আর উদ্দেশ্য যাই হোক যারা নাম দিয়েছে তারাই একেবারে ভেতর থেকে, বাহির থেকে চমৎকারভাবে ওয়াশ হয়েছে। এই সিরিজেই চ্যাম্পিয়ন হয়েছে বড় ভাই পাকিস্তান।

সেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ‘বাংলাওয়াশ’-এর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। আজ ফাইনালে কিছুটা চাপে ছিল বাবর আজমের দল। তবে সেই চাপ থেকে দলকে মুক্তি দিয়েছেন মোহাম্মদ নওয়াজ। তার ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় পাকিস্তান।

টার্গেট ছিল ১৬৪ রান, খুব বড় নয়। কিন্তু মাঝখানে দুটি আঘাতে পাকিস্তানের ব্যাটিং লাইন ভেঙে পড়ে।

কিন্তু মিডল অর্ডার নিয়ে চিন্তিত ওই পজিশনের ব্যাটসম্যানরা উঠে দাঁড়ালেন। আগের দিন বাংলাদেশের বিপক্ষে ফাইনালেও ব্যাটিং প্রদর্শনী দেন মোহাম্মদ নওয়াজ। মাত্র ১৫ বলে ক্রিজে থাকলেও রান রেট বাড়িয়ে দেন হায়দার আলী।

১৬ ও ১৭তম ওভারে তিন বলের ব্যবধানে হায়দার ও আসিফ ফিরে গেলেও নওয়াজ একপ্রান্ত থেকে বাউন্ডারি ও সিঙ্গেল-ডাবলসে দলের অনিশ্চয়তা দূর করে দেন। ইফতেখার আহমেদের সংক্ষিপ্ত কিন্তু কার্যকর ইনিংসটিও উল্লেখ করার মতো। শেষ ওভারে প্রয়োজন ৪ রান।

ব্লেয়ার টিকনার, যিনি আগের ৩ ওভারে ২৫ রান দিয়েছিলেন, ৪ রান থামানোর কঠিন কাজ ছিল। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন ইফতেখার, পরের বলে রানও নেন নওয়াজ। ইফতিখার আর অপেক্ষা করেননি, তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে দলকে জেতান।

উল্লেখ্য নওয়াজ ২২ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন, ইফতিখার ১৪ বলে ২৫ রান করেন। সব মিলে বিশ্বকাপের আগে অনুষ্ঠিত এই বাংলাওয়াশ সিরিজের চ্যাম্পিয়নও হয়ে যায় পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published.

X