November 24, 2024
জন্মের পর পরই দেওয়া হবে NID

জন্মের পর পরই দেওয়া হবে NID

জন্মের পর পরই দেওয়া হবে NID

 

জন্মের পর পরই দেওয়া হবে NID

জন্মের পর জাতীয় পরিচয়পত্র (NID) দেওয়ার বিধান রেখে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, 2022’-এর খসড়ার শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইনটির অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আইন অনুযায়ী সেবা দেবে।

তিনি বলেন, ২০১০ সালের আইন অনুযায়ী তা নির্বাচন কমিশনের কাছে ছিল। এখন এটি প্রতিরক্ষা পরিষেবা বিভাগে আনা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সব নাগরিক এখন জন্মের পরপরই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পাবেন। বাংলাদেশের নির্বাচন কমিশন চাইলে NID থেকে তথ্য নিয়ে ভোটগ্রহণ করতে পারে।

এর মধ্যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তবে নতুন আইন পাস না হওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের কর্তৃপক্ষ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) কাজ করবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

আগের আইনে ৩২টি ধারা ছিল। নতুন আইনে তা কমিয়ে ১৫ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, নতুন আইন আগের আইনের কাছাকাছি রাখতে সংশ্লিষ্ট সবাইকে আইনটি পর্যালোচনা করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X