November 5, 2024
৫২ বছর ধরে চুরি করে, এখন ধরা খেলো বয়স যখন ৬০!

৫২ বছর ধরে চুরি করে, এখন ধরা খেলো বয়স যখন ৬০!

৫২ বছর ধরে চুরি করে, এখন ধরা খেলো  বয়স যখন  ৬০!

 

জন-মহলে স্বাভাবিক চলাফেরা, মানুষের সাথে উঠা বসা এবং তাদের পোশাক-আশাকে বুঝার উপায় নেই যে , তারা অর্ধশতাব্দী যাবত চুরি করছে। লুঙ্গি পাঞ্জাবি পরিহিত, আবার কেউ কেউ শশ্রুমন্ডিতও তাই   তাদেরকে দেখতে পুরোদস্তুর ভালো মানুষই মনে হয়।

৮-১০ বছর বয়স থেকে তারা ঢাকার কারওয়ান বাজার, মিরপুরসহ সংসদ ভবনের আশেপাশের এলাকায় টোকাইগিরি করত। এ সময় তারা বাসা বাড়ির ছাদে রোদে দেয়া জামাকাপড়, জুতা, রড ইত্যাদি চুরি করে বিক্রি করতো। চোরাই মাল বিক্রি করতে গিয়ে একে অন্যের সঙ্গে পরিচিত হয়। পরে তারা একত্রে চুরি করা শুরু করে।

২০-২৫ বছর ধরে ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় দরজা ভেঙে চুরি। এভাবে ৫০ বছর ধরে ৫০০ এর বেশি চুরি করেছে চক্রটি।

এখন তারা সবাই ষাটোর্ধ্ব। এখনও অবলীলায় চালিয়ে যাচ্ছেন চুরি। ৫২ বছর ধরে চুরি করা এই চক্রটির বর্তমানে মূল টার্গেট স্বর্ণালংকার ও নগদ টাকা।

চক্রটির ছয় সদস্যকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ বলছে, দারোয়ান এবং সিসি ক্যামেরা নেই এমন বাসা বেছে নেয় তারা।

গত ১৭ আগস্ট রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ নম্বর সড়কে এক চিকিৎসক দম্পতির বাড়িতে দুইজনকে ঢুকতে দেখা যায়। বাড়িতে ঢোকার আগে আরও দুজনকে দীর্ঘক্ষণ রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায়। তারা বাড়ির তৃতীয় তলার দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে ৪২ ভরি স্বর্ণ ও ৪ হাজার মার্কিন ডলার চুরি করে নিয়ে যায়।

গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। পল্লবীর একটি বাড়ি থেকে চুরির সময় একই গ্যাংয়ের চার সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে আরও দুজনকে আটক করা হয়।

পুলিশ বলছে, একসময় তারা সিঁধেল চোর ছিল। সময়ের সাথে সাথে দিনে দিনে চুরির কাজে পারদর্শী হয়ে ওঠে। বয়স ও ভালো কাপড়ের সুবিধা নিয়ে বছরের পর বছর চুরি করতে থাকে তারা

রোববার (০৯ অক্টোবর.২২) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

তিনি জানান, কিশোর বয়সে তারা রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় লুকিয়ে লুকিয়ে ছিঁচকে চুরি করত। এরপর অর্ধশতাব্দী ধরে এ কাজ চালিয়ে যাচ্ছে তারা  তারা তাঁতীবাজার ও টঙ্গীর দুটি স্বর্ণের দোকানে প্রায় এক হাজার ভরি স্বর্ণ চুরির  কথা স্বীকার করেছে। এ চক্রের প্রধান জব্বার মোল্লা এর আগে কখনো গ্রেফতার হয়নি।

তারা মাত্র ১০ মিনিটে চুরি কার্জ সম্পন্ন করতে সক্ষম। চুরি শেষে মালামাল ভাগাভাগি করে নিজ নিজ এলাকায় চলে যায়। ওই পুলিশ কর্মকর্তা জানান, পরদিন তারা অন্য কোথাও চুরি করার পরিকল্পনা করে এভাবেই  ৫২ বছর ।

Leave a Reply

Your email address will not be published.

X