November 21, 2024
পরিস্থিতি ভালো নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পরিস্থিতি ভালো নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পরিস্থিতি ভালো নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি ভালো নয়। তাই আশা নেই।

পরিস্থিতি ভালো নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শুক্রবার (৭ অক্টোবর) নিজ বাসভবনে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, তেল-গ্যাস আমদানির জন্য কোনো কমফোর্ট জোন নেই। নসরুল হামিদ দেশের বড় অংশে সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাটের কথাও বলেন। প্রতিমন্ত্রী বলেন, হঠাৎ করে কেন জাতীয় গ্রিডে এ সমস্যা হলো তা দ্রুত বলা যাবে না। তদন্ত কমিটি কাজ করছে। তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আধুনিক প্রযুক্তি সম্বলিত নিরবচ্ছিন্ন গ্রিড পেতে প্রায় দুই বছর সময় লাগবে। সরকার ধাপে ধাপে কাজ করছে। ৫ ডলারের গ্যাস ৬০ ডলার হয়ে যাওয়ায় সাপ্লাই পেতেই সমস্যা হচ্ছে। তবে সরকার নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার সুযোগ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে জাতীয় গ্রিড বিপর্যয় নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যকে ফালতু আখ্যা দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এগুলো ফালতু কথা। রাজনৈতিক ব্যক্তিদের প্রযুক্তিগত বিষয়ে কথা বলা ঠিক নয়। তাদের সময়ে বিদ্যুৎ উৎপাদন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

নসরুল হামদি বিপু বলেন, বিএনপি বলেছে এ ধরনের ঘটনা আবার ঘটবে। তাদের কোনো নাশকতার পরিকল্পনা আছে কি না তা খতিয়ে দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published.

X