প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে অপমান করায় এক মুসলিম পিতা তার ছেলেকে ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে শরীয়তপুর আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ছেলেকে ত্যাগ করেন তিনি।
ওই বাবার নাম মোঃ সেলিম মাস্টার (৫৫) । তার বাড়ি শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া-সিংগারিয়া। আর অভিযুক্ত ছেলের নাম মো. রাজীব এখন জার্মানিতে আছেন বলে জানা গেছে।
এর আগে বুধবার প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার ৪ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিও দেখার পর অনেকেই ফেসবুকে প্রতিবাদ করেছেন। তারা রাজীবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শপথ গ্রহণের মাধ্যমে। সেলিম মাস্টার বলেন, আমি এতদ্বারা শপথ নিয়ে ঘোষণা করছি যে, আমার ধর্ম ইসলাম এবং আমি বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক ও বাসিন্দা। আমার শপথ করার আইনগত অধিকার আছে। বর্তমানে আমার দুই ছেলে ও তিন মেয়ে বেঁচে আছে। আমার ছোট ছেলে মো. রাজিব সে কয়েক বছর ধরে ইসলাম বিরোধী মনোভাব পোষণ করতে থাকেন। কিন্তু তাকে ইসলামের পথে ফিরে যেতে রাজি করাতে পারিনি। সে আমাদের কথা না শুনে বেপরোয়াভাবে চলাফেরা করে। এসব খারাপ কাজ ও বেপরোয়া আচরণের কারণে আমি তাকে সঠিক জীবনযাপনের পরামর্শ দিই। কিন্তু সে আমার পরামর্শ না মেনে আমার ও পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকে তার আচরণের কারণে আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি এবং জনগণের সামনে অপমানিত হচ্ছি। ৬ মাস আগে রাজীব আমাদের পরিবারকে না জানিয়ে বিদেশে চলে যায় এবং আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
তিনি বলেন, বুধবার থেকে রাজীবের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় আমি অত্যন্ত বিচলিত এবং গভীরভাবে আহত। তাই আমি আমার ছেলে রাজীবের সাথে বাবা-ছেলের সম্পর্ক ছিন্ন করার মনস্থ করি। বৃহস্পতিবার থেকে বাবা-ছেলের সম্পর্ক ছিন্ন করলাম। রাজীব আমার ছেলে না আমি তার বাবা নই।
সেলিম মাস্টার আরও বলেন, রাজীব আমার বাবার পরিচয় নিয়ে কিছু করলে আমি দায়ী নই। তাকে আমার স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করেছি। আমি রাজীবকে ত্যজ্যপুত্র ঘোষণা করেছি।