January 18, 2025
২০২৩ সালে বিশ্ব দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে: প্রধানমন্ত্রী

২০২৩ সালে বিশ্ব দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে: প্রধানমন্ত্রী

২০২৩ সালে বিশ্ব দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে: প্রধানমন্ত্রী

২০২৩ সালে বিশ্বে দুর্ভিক্ষ ও অর্থনৈতিক মন্দা আরও ব্যাপকভাবে দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমি উৎপাদনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

২০২৩ সালে বিশ্ব দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে: প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার (৪ অক্টোবর,২২) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকেশ্বরী জাতীয় মন্দির অঙ্গনে উপস্থিত সনাতন ধর্মের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমি সবাইকে অনুরোধ করব কোনো এলাকায় এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখতে। কারণ সারা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে- আমি যখন জাতিসংঘে গিয়েছি, সেখানে অনেক দেশের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘ মহাসচিবের সাথে আলোচনা, সবাই খুব চিন্তিত যে 2023 সালে একটি মারাত্মক দুর্ভিক্ষ হতে পারে। আরও ব্যাপক অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমি বলব আমাদের দেশের মানুষকে এখন থেকেই ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আমাদের মানুষ আছে, আমাদের মাটি খুবই উর্বর, কোনো জমি যেন অনাবাদি থাকে। যতটা সম্ভব উৎপাদন বাড়িয়ে তাদের সঞ্চয় বাড়াতে হবে। বিদ্যুৎ, পানি সবকিছুই সাশ্রয়ী হতে হবে। ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে সেভাবে কাজ করতে হবে।

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব এবং পারস্পরিক নিষেধাজ্ঞার ফলে সারা বিশ্বের মানুষের দুর্ভোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে । ফলে আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় সব দেশের সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। মূল্যস্ফীতি বাড়ছে, নিত্যপণ্যের দাম বাড়ছে, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম বাড়ছে। এ কারণে উন্নত দেশগুলোও  এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

X