ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ৬৫ বছরের বেশি বয়সীদের হজে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৩০ হাজার মানুষ হজে যেতে পারবেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নব-নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, এবার হয়তো পূর্ণ হজই হবে ইনশাআল্লাহ। গত বছরের মতো হবে না। এবার হয়তো অনুপাত হিসেবে আমরা যতটুকু পাওয়ার ততটুকু পাবো।
তিনি বলেন, ৬৫ বছরের নিষেধাজ্ঞার বিষয়টি এবারও নাও থাকতে পারে। আমরা ইতিমধ্যে তাদের কাছ থেকে এটি জানতে পেরেছি। যদি এটি (৬৫ বছরের বেশি বয়সীদের হজ করতে বাধা না দেয়), তবে আমাদের সিরিয়াল বজায় রাখা সহজ হবে।
ফরিদুল হক খান বলেন, হয়তো আগামী বছর হজে যাওয়ার সুযোগ এখনো আছে। সম্ভবত ১০ দিন পরে এটি আর থাকবে না। পার হয়েছে ১২ হাজার। সরকারীভাবে আমি সর্বোচ্চ ১৫ হাজার পেতে পারি।