উত্তর কোরিয়ায় বিশ্বকাপের টিভি সম্প্রচার নিষিদ্ধ
দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকার মতো তার শত্রু দেশ ভালো খেলায় বিশ্বকাপের টিভি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর কোরিয়া।
নিজেদের দেশ খেলুক না খেলুক, প্রায় সব দেশেই বিশ্বকাপ দেখে থাকেন ফুটবলপ্রেমীরা। তবে এবার আর বিশ্বকাপের খেলা দেখতে পারবেন না উত্তর কোরিয়ার দর্শকরা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারায় জাপান, উরুগুয়েকে আটকে দেয় দক্ষিণ কোরিয়া, এদিকে ওয়েলসের বিরুদ্ধে ড্র করার পর ইংরেজদের বিরুদ্ধেও দুর্দান্ত খেলে আমেরিকা। এই আবহে শত্রুদের এই জয় তার কাছে হার। এই আবহে দেশের জনগণ যাতে আমেরিকা, জাপান বা দক্ষিণ কোরিয়ার জয় না দেখতে পায়, তারই ব্যবস্থা করলেন কিম।
বিশ্বকাপ শুরুর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রকাশ করেছিলেন যে কয়েক বছর আগে তিনি উত্তর কোরিয়া সফর করেছিলেন। প্রয়োজনে সেখানেও বিশ্বকাপ আয়োজন করা হবে বলে জানিয়েছেন ইনফান্তিনো। তিনি বলেন, ফিফা ফুটবল নিয়ে চিন্তা করে, রাজনীতি নিয়ে নয়। কিন্তু উত্তর কোরিয়া তা মনে করে না।