January 19, 2025
আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম দেশটির ১০ম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সুলতান আবদুল্লাহ আজ বৃহস্পতিবার তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি শপথ গ্রহণ করবেন। রাজপ্রাসাদের পক্ষ থেকে এসব কথা জানানো হয়েছে।

গত শনিবার দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এতে প্রতিদ্বন্দ্বী মূলত দুই জোটের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই নির্বাচনে দেশটি প্রথমবারের মতো ঝুলন্ত পার্লামেন্ট পায়।

নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট সর্বোচ্চ ৮২টি আসনে জয় পায়। আর মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) পেয়েছে ৭৩ আসন। কোনো দলই ২২২ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজনীয় ১১২ আসন পায়নি।

বর্তমানে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনাল নির্বাচনে ৩০টি আসন পায়। কিন্তু তারা কোনো জোটকে সমর্থ না দেওয়ার সিদ্ধান্ত নিলে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। এতে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়।

শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা অবসানের দায়িত্ব পড়ে সুলতানের ওপর। তিনি দলগুলোর নেতাদের সঙ্গে বসে জোট সরকার গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে আগের সরকারপ্রধানদের পরামর্শ নেন।

সুলতানের প্রাসাদ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টায় তিনি শপথ নেবেন। আনোয়ার ইব্রাহিম হবেন দেশটির দশম প্রধানমন্ত্রী।গত শনিবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published.

X