January 20, 2025
আবারও ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

আবারও ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

আবারও ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

আবারও ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

ব্রিটিশ রাজধানী লন্ডনে ইরানি দূতাবাসে হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

গত দুই মাসে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চারবার তলব করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে কূটনৈতিক সম্পর্কের ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন এবং কনস্যুলার সম্পর্কের ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য অনুরোধ করেন।

সম্প্রতি একদল দাঙ্গাবাজ লন্ডনে ইরানের দূতাবাস ভবনে হামলা চালিয়ে ইরানের পতাকার অবমাননা করে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেন, ইরানি দূতাবাসের নিরাপত্তা দিতে ব্যর্থতার কোনো ব্যাখ্যা থাকতে পারে না।

এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূত ইরানের দূতাবাসে হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, তেহরানের প্রতিবাদের বিষয়ে তিনি লন্ডনকে অবহিত করবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন শার্কলিফ।

Leave a Reply

Your email address will not be published.

X