পোল্যান্ড ফুটবল দল কাতারে গেলো যুদ্ধবিমানের পাহারায়
কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল মহা উৎসবের আর মাত্র একদিন বাকি। কয়েক ঘন্টা পরে, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এ পর্দা উঠবে। এরই মধ্যে বেশিরভাগ দল কাতারে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ নভেম্বর) কাতারের মাটিতে পা রাখল পোল্যান্ড। তবে অন্যান্য দলের মতো রবার্ট লেভান্ডোস্কির দল খুব সাধারণভাবে কাতারে পৌঁছায়নি। যুদ্ধবিমানের পাহারায় বিশ্বকাপের রণাঙ্গনে পৌঁছেছে পোলরা।
দুটি F-16 যুদ্ধবিমান কাতারের উদ্দেশ্যে পোল্যান্ড ফুটবল দলকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়েছিল। আকাশে, পোলিশ দলের বিমান এবং দুটি F-16 যুদ্ধবিমানের ভিডিও ধারণ করা হয়েছে। পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে ভিডিওটি পোস্ট করেছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমন সতর্কতা। গত মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে পোল্যান্ডে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দুই নাগরিকের মৃত্যু হয়েছে। সে কারণে জাতীয় ফুটবল দলকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি দেশটির সরকার।
টুইটারে প্রকাশিত ভিডিওটির ক্যাপশনে পিএফএ লিখেছে, “বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে কাতার যাওয়ার পথে পোল্যান্ডের দক্ষিণ সীমান্তে F-16 যুদ্ধবিমান দ্বারা জাতীয় দলকে নিয়ে যাওয়া হচ্ছে।”
২২ নভেম্বর গ্রুপ সি-তে পোল্যান্ড তাদের প্রথম ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে। গ্রুপে পোল্যান্ডের বাকি দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও সৌদি আরব।