November 21, 2024
ওয়াইড-নো বল না করার অনন্য রেকর্ড পাকিস্তানের

ওয়াইড-নো বল না করার অনন্য রেকর্ড পাকিস্তানের

ওয়াইড-নো বল না করার অনন্য রেকর্ড পাকিস্তানের

ওয়াইড-নো বল না করার অনন্য রেকর্ড পাকিস্তানের

হাই-ভোল্টেজ ম্যাচে চাপের মধ্যে, বোলাররা আরও ভুল করে। তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানি বোলাররা এখানে ব্যতিক্রম। দুর্দান্ত বোলিং আক্রমণে নক আউট পর্বে ওয়াইড বা নো বল ছাড়াই বিশ্ব রেকর্ড গড়েছে বাবর আজমের দল।

নিউজিল্যান্ডকে সহজে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা দ্বিতীয় দল হিসেবে পাকিস্তান।

বুধবার (০৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে ৭ উইকেটে জয় পায় পাকিস্তান। আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৪ উইকেটে ১৫২ রান করে। জবাবে বাবর ও রিজওয়ানের ফিফটি ৫ বল বাকি থাকতেই পৌঁছে যায় কাঙ্ক্ষিত গন্তব্যে।

চোট কাটিয়ে ফেরার পর নিজের সেরা ছন্দে ফিরছেন শাহীন শাহ আফ্রিদি, আবারও বল হাতে জ্বলে উঠলেন। রান খরা ভুগা অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে  ব্যাটিংয়ে জয়ের পথ সহজ করে দেন।

সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ফলে প্রথমে বোলিং শুরু করে পাকিস্তান। শাহীন-রউফ পাকিস্তানের পেস আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। সেই সঙ্গে দুই স্পিনার শাদাব ও নওয়াজও কম নয়। অধিনায়ক বাবর আজম তার ছয় বোলারকেই  আজ ব্যবহার করেছেন। মাঠে সবাই নিজেদের সেরাটা দিয়েছে। ফলে বিশ্ব রেকর্ড গড়ল পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো দল নক-আউট পর্বে ওয়াইড বা নো-বল দেয়নি। শুধু বাই এবং লেগ বিফোর থেকে অতিরিক্ত রান পেয়েছে নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published.

X