পারস্য উপসাগরে ১কোটি লিটার তেলসহ জাহাজ আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (IRGC) চুরির তেল বহন করার সময় পারস্য উপসাগর থেকে ১ কোটি ১০ লাখ লিটার তেলসহ একটি ট্যাঙ্কার আটক করেছে।
ইরানের বিচার বিভাগের হরমোজগান প্রাদেশিক শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা মোজতাবা গাহরেমানি বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৩১ অক্টোবর), আইআরজিসির সদস্যরা জাহাজটি তার ক্যাপ্টেন এবং নাবিক দলসহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে পারস্য উপসাগরের উপকূলে আটক করে।
আইআরজিসিকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে
ঘহরেমানি বলেছেন যে আইআরজিসিকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে আটক বিদেশি জাহাজের ক্যাপ্টেন ও ক্রুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জাহাজটির দেশ বা পতাকা সম্পর্কে তিনি কিছু বলেননি।
ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে যে জাহাজ থেকে উদ্ধার করা তেলের বর্তমান বাজার মূল্য ২.২ ট্রিলিয়ন ইরানি রিয়াল বা প্রায় ৬৬ মিলিয়ন ডলার।
ট্যাঙ্কারটি ইরানের জলসীমার ধারে কাছে ঘুরছিল জাহাজটি
ট্যাঙ্কারটি গত কয়েকদিন ধরে ইরানের জলসীমার কাছে যাচ্ছিল। এই সময়ের মধ্যে কিছু স্থানীয় ইরানী লাইটার জাহাজ এবং জাহাজ থেকে জাহাজে তেল সরবরাহ করা হয়েছিল বলে মনে করা হয়। দেশের ভেতরে এই চোরাচালানের সঙ্গে কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
পরমাণু কর্মসূচির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছরে ইরানের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। দেশটির মুদ্রা ইরানি রিয়ালের দামও কমেছে। এর পাশাপাশি দেশের উপকূলীয় এলাকা দিয়ে জ্বালানি তেলের চোরাচালান ব্যাপক হারে বাড়ছে।
অবৈধ প্রবেশ ও চোরাচালানের দায়ে গ্রেফতারকৃত ক্যাপ্টেন ও ক্রুদের জেল ও জরিমানা করা হবে। সেই সঙ্গে আটক জাহাজটিকেও ইরান সরকারের হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ।