November 24, 2024
ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে ৭২ জনের মৃত্যু

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে ৭২ জনের মৃত্যু

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে ৭২ জনের মৃত্যু

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে ৭২ জনের মৃত্যু

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড় নালগায় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মুষলধারে বৃষ্টি ও ঝড়ের কারণে রাতভর আকস্মিক বন্যা হয়। ফলস্বরূপ, মিন্দানাও দ্বীপের ৩০০০০০ জনসংখ্যার শহর কোটাবাটো এবং এর আশেপাশের অঞ্চলের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুসলিম স্বায়ত্তশাসিত মিন্দানাওয়ের অভ্যন্তরীণ মন্ত্রী নাগুইব সিনারিম্বো বলেছেন, ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই বন্যার পানিতে ভেসে গেছে।

তিনি বলেন, মিন্দানাও প্রদেশের তিনটি শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, ‘আশা করি নিহতের সংখ্যা বাড়বে না। কিন্তু এখনও কিছু এলাকা আছে যেখানে আমরা পৌঁছাইনি।

সিনারিম্বো বলেন, নিম্নাঞ্চলের গ্রামে বন্যার পানি দ্রুত বেড়েছে, কিছু গ্রামবাসীকে ছাদে আশ্রয় নিতে বাধ্য করেছে। সেখান থেকে তাদের উদ্ধার করে সেনাবাহিনীর জওয়ান, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা।

সিনারিম্বো আরও বলেন, কোটাবাটো সিটির মতো অনেক এলাকা, যেগুলো বহু বছর ধরে বন্যা হয়নি, রাতারাতি প্লাবিত হয়েছে।

নালগাই এই বছর ফিলিপাইন দ্বীপপুঞ্জে আঘাত হানা ১৬তম টাইফুন। দেশে প্রতি বছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে।

ম্যানিলা প্রাদেশিক আবহাওয়া অফিস জানিয়েছে, ক্রান্তীয় ঝড় নালগে-এর কারণে এই বৃষ্টি হয়েছে। যা উত্তর ফিলিপাইনের দিকে অগ্রসর হয়।

সিভিল ডিফেন্স অফিসের আবহাওয়ার পূর্বাভাসক স্যাম ডুরান জানিয়েছেন, ঘূর্ণিঝড় নালগোর কারণে প্রায় ৭,০০০ মানুষকে ঝড় থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published.

X