January 21, 2025
কিডনির জটিলতায় ৯৯ শিশুর মৃত্যু, ইন্দোনেশিয়ায় তরল ওষুধ নিষিদ্ধ

কিডনির জটিলতায় ৯৯ শিশুর মৃত্যু, ইন্দোনেশিয়ায় তরল ওষুধ নিষিদ্ধ

কিডনির জটিলতায় ৯৯ শিশুর মৃত্যু, ইন্দোনেশিয়ায় তরল ওষুধ নিষিদ্ধ

 

কিডনির জটিলতায় ৯৯ শিশুর মৃত্যু, ইন্দোনেশিয়ায় তরল ওষুধ নিষিদ্ধ

আফ্রিকার দেশ গাম্বিয়ার পর ইন্দোনেশিয়ায় কিডনির জটিলতায় ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এ কারণে দেশে সব ধরনের সিরাপ ও তরল ওষুধ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে ইন্দোনেশিয়ায় শিশুদের কিডনি রোগ বাড়ছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তবে গাম্বিয়ার মতো বিষাক্ত সিরাপ খেয়ে এসব শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সিরাপ আমদানি, বিপণন ও সরবরাহে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

কয়েকদিন আগে গাম্বিয়ায় জ্বর ও কাশির সিরাপ সেবনে অন্তত ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। ভারতীয় কোম্পানি মেডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি সিরাপে অতিরিক্ত পরিমাণে ডাই-ইথিলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল পাওয়া গেছে। এ নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ সেহরিল মনসুর বলেছেন, জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ২২টি প্রদেশে কিডনির জটিলতায় ৯৯ জন শিশু মারা গেছে। গত সপ্তাহ থেকে তদন্ত শুরু হয়েছে।

তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্যকর্মীদের তরল ওষুধের প্রেসক্রিপশন লেখা থেকে সাময়িকভাবে নিষেধ করা হয়েছে। তাছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ওষুধের দোকানে ওভার দ্য কাউন্টার তরল ওষুধ বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে এ ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিপাকে পড়েছেন মাদক ব্যবসায়ীরাও। ওষুধ ব্যবসায়ীরা বলছেন, কী ধরনের ঔষধে  সমস্যা আছে তা সরকারের স্পষ্ট করা উচিত। কারণ আমরা সব ধরনের তরল ওষুধ বিক্রি বন্ধ করে দিয়েছি। এভাবে ব্যবসা করবো কিভাবে?

Leave a Reply

Your email address will not be published.

X