November 23, 2024
ডিজিটাল মুদ্রা চালু করছে ভারত

ডিজিটাল মুদ্রা চালু করছে ভারত

 

ডিজিটাল মুদ্রা চালু করছে ভারত

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ডিজিটাল রুপি চালু করার ঘোষণার পর থেকে ভারতের মানুষ অপেক্ষার দিন গুনতে শুরু করেছে। অপেক্ষার অবসানের ইঙ্গিত দিয়ে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) শুক্রবার (৭ অক্টোবর’২২) বলেছে যে তারা শীঘ্রই পরীক্ষামূলক ভিত্তিতে (পাইলট প্রকল্প) ই-রুপী চালু করবে।

আরবিআই এই বিষয়ে একটি খসড়া পেপার প্রকাশ করেছে। তাদের দাবি, প্রাথমিকভাবে এই মুদ্রা শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তবে ভবিষ্যতে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও দক্ষ ও নিরাপদ করাই এর উদ্দেশ্য। সেই সঙ্গে আর্থিক প্রতারণা প্রতিহত করা।

নির্মলা সীতারমণ বলেছিলেন, ইন্টারনেটে ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি ভারতে ডিজিটাল মুদ্রা হিসেবে গণ্য হবে না। ওই তকমা পাবে শুধু সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি)। ভবিষ্যতে যা প্রবর্তনের দায়িত্ব রিজার্ভ ব্যাংকের। এদিন খসড়াপত্রে সেই সিবিডিসি, ভারতের ডিজিটাল টাকা বা ই-রুপির ব্যাখ্যা দিয়েছে আরবিআই।

আরবিআই জানিয়েছে, খসড়া আনার উদ্দেশ্য এই বিষয়ে সচেতনতা তৈরি করা। তাদের উদ্দেশ্য বর্তমান আর্থিক ব্যবস্থায় সাধারণ মুদ্রা প্রতিস্থাপন করা নয়, বরং ডিজিটাল অর্থকে সাধারণ নোটের পরিপূরক করে তোলা, যাতে আর্থিক লেনদেনে একটি অতিরিক্ত ডিজিটাল ব্যবস্থা চালু করা যায়, যার সুবিধা সবাই নিতে পারে। হয়। এর মাধ্যমে আরও বেশি মানুষকে প্রাতিষ্ঠানিক আর্থিক পরিষেবার আওতায় আনা ও জালিয়াতি নিয়ন্ত্রণ করা।

Leave a Reply

Your email address will not be published.

X