৩৫০০ হাজার ফুট ওপর দিয়ে উড়ে যাওয়া যাত্রীবাহী বিমানকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে।
আর বিমান ফুটো হয়ে সেই গুলি গিয়ে লাগল যাত্রীর গায়ে! অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে মিয়ানমারে।
মায়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি ৬৩ জন যাত্রী নিয়ে ৩৫০০ ফুট উচ্চতায় উড়ছিল। উড়োজাহাজটি তার গন্তব্য লাইকভ-এ পৌঁছানোর আগেই গুলি করা হয়। আর এক যাত্রী গুলিবিদ্ধ হন।
এই ঘটনার পর পাইলট জরুরি অবতরণ করেন। মিয়ানমার জাতীয় এয়ারলাইন্স অনির্দিষ্টকালের জন্য লাইকভের ফ্লাইট পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু প্রশ্ন উঠেছে- সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় বিমানটি কীভাবে গুলিবিদ্ধ হলো? কে এই গুলি চালিয়েছে?
মিয়ানমার সরকার এ ঘটনার জন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। জান্তা সরকারের অভিযোগ, কেয়া রাজ্য থেকে গুলি চালানো হয়েছে। তবে বিদ্রোহী গোষ্ঠী সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
মিয়ানমার সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন বলেছেন, এ ধরনের কাজ সন্ত্রাসবাদ
সুত্রঃ দ্য ইকনমিক টাইম