February 21, 2025
কাবুলের হামলায় নিহতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই তরুণী

কাবুলের হামলায় নিহতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই তরুণী

কাবুলের হামলায় নিহতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই তরুণী

 

আফগানিস্তানের রাজধানীতে একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে, জাতিসংঘ মিশন জানিয়েছে। সম্প্রতি, নারীরা;  হাজারা জাতিগত সংখ্যালঘুদের টার্গেট করার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে বলে জানা গেছে। যার কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে।

জাতিসংঘের মিশন অনুসারে, পশ্চিম কাবুলের একটি বৃহৎ হাজারা সম্প্রদায়ের বাসস্থান দাশত-ই-বারচিতে একটি কর্মশিক্ষা কেন্দ্রে শুক্রবারের হামলায় কমপক্ষে ৮২  জন আহত হয়েছে।

নিহতের সংখ্যা কাবুল কর্তৃপক্ষ এখন পর্যন্ত যা প্রকাশ করেছে তার চেয়ে বেশি।

মিশন শনিবার টুইট করেছে, “হতাহতদের বেশির ভাগই মেয়ে ও তরুণী।” তারা বলেন, নিহত ও আহত সকলের নাম ও তথ্য সংরক্ষণ করতে হবে এবং বিচার করতে হবে।

কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হামলার সময় ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দিতে মহিলা শিক্ষা কেন্দ্রের একটি মহিলা বিভাগে জড়ো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published.

X