January 19, 2025
ইসরাইলি হামলায় এ বছর ১০০ ফিলিস্তিনির মৃত্যু

ইসরাইলি হামলায় এ বছর ১০০ ফিলিস্তিনির মৃত্যু

ইসরাইলি হামলায় এ বছর ১০০ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলিদের হামলায় ফিলিস্তিনি মুসলমানরা নিহত হয়নি হয়তোবা এমন কোন মাস খুঁজে পাওয়া যাবে না। যেদিন থেকে ইসরায়েলিরা ফিলিস্তিনকে কেন্দ্র করে তাদের ইসরাইল রাষ্ট্রের চুক্তি সম্পন্ন করে সেদিন থেকেই ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর ইসরাইলের হামলা বরাবরই অব্যাহত থাকে। কোন না কোন অজুহাতে ইসরায়েলিদের হামলার শিকার হতে হয় ফিলিস্তিনিদের

অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে এই বছর ইসরায়েলি সেনাবাহিনী এবং উগ্র বেসামরিক ইসরায়েলিদের হামলায় ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার(০১/১০/’২২) গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

২০২২ সালের প্রথম ১০মাসে ১০০টিরও বেশি প্রাণ হারিয়েছে, ২০১৫ সালের পর থেকে ইসরায়েলি দখলদারিত্বের আক্রমণে সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছে।

দখলদার ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে জেনিনের একটি বাড়িতে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা চালালে  চারজন নিহত হয়েছে । এই বছরের জেরুজালেমে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ নিহত হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ বছর ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে । কিন্তু তা স্বত্ত্বেও নিজেদের ধ্বংসলীলা চালিয়েই যাচ্ছে ইসরাইল৷

Leave a Reply

Your email address will not be published.

X