বুরকিনা ফাসোতে সামরিক পোস্টে হামলায় ৩৩ জন নিহত
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি সামরিক চৌকিতে ভয়াবহ হামলায় ৩৩ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশের পূর্বাঞ্চলে এই হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার (২৮ এপ্রিল) বুরকিনা ফাসোর সামরিক নেতৃত্বাধীন সরকার এই তথ্য জানিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে বুরকিনা ফাসোর পূর্ব অঞ্চলের ওগারউ সামরিক চৌকিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ৩৩ জন সেনা নিহত এবং ১২ জন আহত হয়।
তবে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে অবরুদ্ধ সেনারা কমপক্ষে ৪০ “সন্ত্রাসী” হত্যা করেছে।
বুরকিনা ফাসো সাম্প্রতিক বছরগুলিতে একটি জিহাদি বিদ্রোহী গোষ্ঠীর সাথে লড়াই করছে এবং বৃহস্পতিবারের হামলা এবং প্রাণহানি দেশটির সেই সহিংসতার সর্বশেষতম ঘটনা।
এর আগে ২১ এপ্রিল দেশের উত্তরাঞ্চলে বন্দুকধারীদের হামলায় অন্তত ৬০ জন বেসামরিক লোক নিহত হয়। দেশটির ওয়াহিগুয়া শহরের কাছে একটি এলাকায় এ ঘটনা ঘটে।