November 24, 2024
মরুভূমিতে আটকা পড়েছে বাংলাদেশিসহ হাজার হাজার অভিবাসী

মরুভূমিতে আটকা পড়েছে বাংলাদেশিসহ হাজার হাজার অভিবাসী

মরুভূমিতে আটকা পড়েছে বাংলাদেশিসহ হাজার হাজার অভিবাসী

মরুভূমিতে আটকা পড়েছে বাংলাদেশিসহ হাজার হাজার অভিবাসী

আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলের উত্তপ্ত মরুভূমিতে আটকা পড়েছে বহু বাংলাদেশিসহ হাজার হাজার অভিবাসী।

সংবাদমাধ্যম সূত্রে বলা হয়, উত্তর নাইজারের সিলুয়েট এলাকায় সমতল মরুভূমিতে অভিবাসীদের দীর্ঘ সারি দেখা গেছে। যারা মরুভূমির সমতলে হেঁটে চলছে । তাদের মধ্যে শক্তিশালীরা সামনে চলছে এবং দুর্বলরা পিছনে

সিলুয়েটের সমতল মরুভূমিতে ৪৫০০ এরও বেশি অভিবাসী আটকা পড়েছে। সাহারা মরুভূমিতে আটকা পড়া এই অভিবাসীদের বেশিরভাগই মালি, গিনি এবং আইভরি কোস্টের নাগরিক। তবে তাদের মধ্যে সিরিয়ান এমনকি বাংলাদেশিও রয়েছে।

নাইজারের একটি নতুন এলাকায় প্রবেশ করার জন্য তারা ১৫কিলোমিটার ম্ জুড়ে হেঁটে যায়। জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) দ্বারা পরিচালিত একটি ট্রানজিট সেন্টার সেই অভিবাসীদের থাকার জন্য লড়াই করছে। সংস্থাটি সেখানে আগত অভিবাসীদের মাত্র এক তৃতীয়াংশকে আশ্রয় দিতে পেরেছে।

এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়া সূর্যের প্রখর তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য নেই উপযুক্ত আশ্রয়স্থল।

৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাজার হাজার মানুষ দেয়াল বা টারপলিনের নীচে ছায়া খোঁজছে । অভিবাসীরা বলছেন, আলজেরিয়ায় তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তারা ইউরোপে নতুন জীবনের আশায় এই মরুভূমি অতিক্রম করার চেষ্টা করছে। এছাড়া বাড়ি ফেরার পরিবহন খরচ বা স্বজনদের সঙ্গে ফোনে কথা বলার মতো টাকা নেই তাদের।

নাইজারের অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে যুদ্ধের কারণে ইউরোপীয় দেশগুলো আফ্রিকান অভিবাসীদের মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। যার কারণে বিভিন্ন সাহায্য সংস্থাগুলি নাইজারে আশ্রয় নেওয়া অভিবাসন-প্রার্থীদের সহায়তা প্রদানের জন্য একটি কঠিন পরিস্থিতিতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X