September 16, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
আটকে থাকা অভিবাসী ১৯ বাংলাদেশিকে দক্ষিণ আফ্রিকার এক বাড়ি থেকে উদ্ধার

আটকে থাকা অভিবাসী ১৯ বাংলাদেশিকে দক্ষিণ আফ্রিকার এক বাড়ি থেকে উদ্ধার

আটকে থাকা অভিবাসী ১৯ বাংলাদেশিকে দক্ষিণ আফ্রিকার এক বাড়ি থেকে উদ্ধার

আটকে থাকা অভিবাসী ১৯ বাংলাদেশিকে দক্ষিণ আফ্রিকার এক বাড়ি থেকে উদ্ধার

অত্র এলাকার পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার সেলভি মোহলালার জানান, “এহলানজেনি জেলা গোয়েন্দা দল সোমবার বিকালে দেশে পাচার করা হয়েছে বলে সন্দেহভাজন ১৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তদের অভিযুক্ত করা হয়েছে।“

সোমবার (২৭/০২/’২৩)দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের এমবোম্বেলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

পুমালাঙ্গা দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং এ অঞ্চলটির সঙ্গে সোয়াজিল্যান্ড ও মোজাম্বিকের সীমানা রয়েছে।

পুমালাঙ্গা প্রদেশের বিশেষ টাস্কফোর্সের একটি টিম অভিযান চালিয়ে এসব অভিবাসী উদ্ধারের পাশাপাশি ৫২ বছর বয়সী একজন দালালকে আটকের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার সেলভি মোহলালার জানান, এহলানজেনি জেলা গোয়েন্দা দল সোমবার বিকালে দেশে পাচার করা হয়েছে বলে সন্দেহভাজন ১৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তদের অভিযুক্ত করা হয়েছে।

এসব অভিবাসীর এমবোম্বেলার বাইরে কামাগুতে একটি নির্দিষ্ট বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে তাদের তিন বেডরুমের একটি বাড়িতে ১৯ জন বাংলাদেশি পুরুষকে খুঁজে পান। অভিবাসীদের মোবাইল ফোনগুলো একটি প্লাস্টিকের ব্যাগে রাখা হয়েছিল। ফলে তাদের আত্মীয় বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ ছিল না।

পুলিশ বলেন, ওই গাড়ির মালিককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া উদ্ধার অভিবাসীদের ইমিগ্রেশন আইনে আদালতে চালান দেওয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published.

X