জনগণকে মুরগির পা খেতে বললো মিসর সরকার
গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে খারাপ মুদ্রাস্ফীতি দেখছে মিশর। নিত্যপণ্যের দাম বাড়ছে।
সাধারণ খাদ্যপণ্য অনেকের নাগালের বাইরে চলে গেছে। এর মধ্যে রয়েছে মুরগির মাংস।
দুই বছর আগে দেশে এক কেজি মুরগির দাম ছিল ৩০ মিশরীয় পাউন্ড (১১৭ টাকা) । গত সোমবার এক কেজি মুরগি বিক্রি হয়েছে ৭০ মিশরীয় পাউন্ডে (২৫১ টাকা)।
অর্থাৎ মাত্র দুই বছরে মুরগির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ফলে অনেকেই তা কিনতে পারছেন না। আছে পুষ্টির ঘাটতি ।
এমন পরিস্থিতিতে গত ডিসেম্বরে মিশরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর নিউট্রিশন পুষ্টির ঘাটতি মেটাতে বিকল্প খাবারের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় মুরগির পা এমনকি গবাদি পশুর খুরও রয়েছে।
সরকারের এমন আহ্বানে ক্ষুব্ধ অনেক মিশরীয়। যেখানে তারা মুরগির পাকে বর্জ্য মনে করে।
দেশটির মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ আল-হাশিমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চার মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, আমরা মুরগির পায়ের যুগে প্রবেশ করেছি। এটি মিশরীয় পাউন্ডের চরম খারাপ অবস্থা এবং দেশটি দিন দিন ঋণের মধ্যে ডুবে যাচ্ছে, তা ফুটে উঠেছে।
মুরগির পা খেতে বলায় আরেক বিপত্তি দেখা দিয়েছে। এখন এক কেজি মুরগির পায়ের দাম বেড়ে হয়েছে ২০ মিশরীয় পাউন্ড, যা আগের দামের দ্বিগুণ।