সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ে গাড়ি বোমা বিস্ফোরণে ১০০ জন নিহত হয়েছেন
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ে জোড়া গাড়ি বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। রোববার রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।
রোববার এক বাণীতে দেশটির রাষ্ট্রপতি এসব কথা বলেন। কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি, তবে সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব মোগাদিশু এবং এর আশেপাশে এরকম অনেক হামলা চালিয়েছে।
পুলিশ ক্যাপ্টেন নূর ফারাহ বলেন, দুটি গাড়িবোমা মন্ত্রণালয়ের দেয়ালে আঘাত হানে। তিনি বলেন, প্রথম বোমা বিস্ফোরণের পর অ্যাম্বুলেন্স এবং লোকজন আহতদের সরিয়ে নিতে আসার সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।
মন্ত্রণালয়ের পাহারার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা হাসান বলেন, তিনি অন্তত ১২টি মৃতদেহ এবং ২০ জনের বেশি আহত ব্যক্তিকে দেখেছেন।
বিস্ফোরণস্থলের কাছাকাছি থাকা এক সাংবাদিক জানান, কয়েক মিনিটের মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশেপাশের অনেক ভবনের জানালাও ভেঙে যায়।