December 22, 2024
চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্ক থাকুন: হাসনাত আবদুল্লাহ

চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্ক থাকুন: হাসনাত আবদুল্লাহ

চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্ক থাকুন: হাসনাত আবদুল্লাহ

চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্ক থাকুন: হাসনাত আবদুল্লাহ

চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজরা বদলেছে উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভবিষ্যতে চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা যাতে নতুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বারে ইমাম ও আলেমদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, মানুষ আলেম ও ইমামদের কথাকে বেশি গুরুত্ব দেয়। তাই আপনারা মসজিদে মানুষকে সচেতন করতে ভূমিকা রাখবেন। এর পাশাপাশি চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ফাঁস করার দায়িত্বও আপনার হবে।

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, এ বিষয়ে আলেম সমাজকে সচেতন হতে হবে। যাতে সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দিয়ে কেউ সংঘাত ঘটাতে না পারে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘু তারাই এদেশে সবচেয়ে নিরাপদ। আমরাই তাদের সবচেয়ে নিরাপদ রাখতে পারি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আমরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করছি। সংখ্যালঘুদের সঙ্গে আমাদের সামাজিক সম্পর্ক রয়েছে। আমরা তাদের সংখ্যালঘু হিসেবে দেখি না। আমরা তাদের পড়শি ও প্রতিবেশী হিসেবে দেখি। বহু শতাব্দী ধরে চলে আসা আমাদের এই বন্ধনকে নষ্ট করার অপচেষ্টা চলছে, এখন আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

প্রতিটি মাহফিলে, মসজিদে এবং সর্বত্র নির্ভয়ে সত্য কথা বলবেন ।” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “রাজনীতিবিদরা চান না আলেমরা সত্য কথা বলুক। তারা চায় না তাদের স্থান আপনাদের (আলেমদের) দেওয়া হোক। এখন সেই দিন আর নেই ।”

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমামদের দাবি সম্পর্কে বলেন, আপনাদের ৫টি দাবি শুনেছি। আমি পরের দিন আমাদের ধর্মীয় উপদেষ্টার কাছে উপস্থাপন করব।

উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় দেবিদ্বার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল আহাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার প্রতিনিধি সিক্ত সিয়াম প্রমুখ বক্তব্য রাখেন। .

এছাড়াও হাসনাত আবদুল্লাহ একই স্থানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি, শিক্ষা ও চিকিৎসা খাতে অনিয়ম এবং রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও সংস্কারের বিষয়ে জরুরি করণীয় নিয়ে আলোচনা করেন।

আরো জানুন

Leave a Reply

Your email address will not be published.

X