January 18, 2025
ভুল চিকিৎসায় ৫ গরুর মৃত্য: দিশেহারা খামারি

ভুল চিকিৎসায় ৫ গরুর মৃত্য: দিশেহারা খামারি

ভুল চিকিৎসায় ৫ গরুর মৃত্য: দিশেহারা খামারি

ভুল চিকিৎসায় ৫ গরুর মৃত্য: দিশেহারা খামারি

শুধু মানুষের চিকিৎসার ডাক্তারই নয় বাংলাদেশে নিঃস্ব প্রাণীর চিকিৎসকরাও  হয়ে উঠেছে ভুয়া দুর্নীতিবাজ। একমাত্র পয়সা কামানোর ধান্দায় পশুদের জীবনকে নষ্ট করে দিচ্ছে মানুষরূপী এই নির্দয় হিংস্র জন্তুরা।  এই ঘটনাটি তার প্ৰমাণ।  সরকার যেনো  কঠোর ব্যবস্থা নেয়।  এবং গবাদি এই পশুদের চিকিৎসায় কোনরকম অবহেলা যেন না হয় সেদিকে মনোযোগ দেয়া একান্ত প্রয়োজন।

এম এ সামাদ মোল্লা প্রাণী সম্পদ অফিস থেকে এআই টেকনিশিয়ান (কৃত্রিম প্রজনন) প্রশিক্ষণ নেন। পরে তিনি পশু চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় কৃষকদের গরুর চিকিৎসা শুরু করেন। তার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ রয়েছে।

ফলে অনেক খামারি তাদের পশু মারা যাওয়ায় বিপাকে পড়েছেন। কৃষকরা দিশেহারা হলেও অল্প দিনেই আঙ্গুল ফোলে  কলাগাছ হয়ে উঠেছেন সামাদ মোল্লা। এম এ সামাদ মোল্লার বাড়ি টাঙ্গাইলের সদর উপজেলার পাচ বেথাইর গ্রামে।

সম্প্রতি টাঙ্গাইলের কালিহাতীর চিনামুড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের খামারে সাতটি গরু স্ক্যাবিসে আক্রান্ত হয়েছে। গত ২৪ অক্টোবর আনোয়ার হোসেন মোবাইল ফোনে এম এ সামাদ মোল্লাকে ফোন করেন। তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা শেষে ৩০ অক্টোবর একসঙ্গে চারটি এবং পরে আরেকটি গরু মারা যায়।

পরে কালিহাতী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইম আল সালাহউদ্দিনকে অবহিত করা হলে তিনি ১ নভেম্বর আনোয়ারের খামার পরিদর্শন করেন।আনোয়ার হোসেন তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

এ ব্যাপারে আনোয়ার হোসেন ১৭ নভেম্বর জেলা প্রশাসক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও র‌্যাব ১২ কমান্ডারের কাছে লিখিত অভিযোগ করেন।

আনোয়ার হোসেন বলেন, আমি কৃষিকাজ করে শুধু সংসারই চালাই না। আমার যে আয় হয় তা দিয়ে আমার দুই ছেলে ও দুই মেয়ের লেখাপড়াসহ যাবতীয় খরচ বহন করতে হয়। ২০ বছর আগে অনেক কষ্টে গরুর খামার করেছিলাম। সেখানে ডাক্তারের ভুল চিকিৎসায় সাতটি গরু মারা গেছে।

অভিযুক্ত এম এ সামাদ মোল্লা বলেন, আমি একজন গরুর চিকিৎসক। তবে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি বিষয়টি অস্বীকার করেন।

কালিহাতী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইম আল সালাউদ্দিন বলেন, “সামাদ গরুর কৃত্রিম প্রজননের জন্য এআই টেকনিশিয়ান প্রশিক্ষণ নিয়েছেন। তবে তিনি পশুর চিকিৎসা করতে পারেন না। ভুল চিকিৎসা দিয়ে কৃষককে নিঃস্ব করে দিয়েছেন।”

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published.

X