January 22, 2025
ইরাকে থাকতে পারবে না একজন মার্কিন সেনাও: খামেনি

ইরাকে থাকতে পারবে না একজন মার্কিন সেনাও: খামেনি

ইরাকে থাকতে পারবে না একজন মার্কিন সেনাও: খামেনি

ইরাকে থাকতে পারবে না একজন মার্কিন সেনাও: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, একজন মার্কিন সেনাও ইরাকে থাকতে পারবে না।

শনিবার তেহরানে ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা এ কথা বলেন।গত বছরের অক্টোবরে নির্বাচিত হওয়ার পর এটিই ইরাকি প্রসদন্ত আবদুল লতিফ রশিদের প্রথম ইরান সফর।

আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র কখনো কারো বন্ধু হতে পারে না। তিনি দ্রুত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে বলেন।এ সময় তিনি ইরাকের প্রেসিডেন্টকে বলেন, আমরা ‘ভয়ানক শত্রু’ থেকে ঘনিষ্ঠ বন্ধু হতে চাই। আমি ইরাক ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চাই।

এর আগে শনিবার সকালে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ অঞ্চলে বিদেশি সেনাদের আনাগোনা ইরান পছন্দ করে না। আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ইরাকের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ইরান।

আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য আমাদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি,। রাইসি বলেন আমেরিকানরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তাই আমি তাদের এই এলাকায় আর দেখতে চাই না।

Leave a Reply

Your email address will not be published.

X