সেহরির সময়ই কেন আগুন লাগে,প্রশ্ন ব্যবসায়ীদের
নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন আর ছড়াবে না। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। ভেতর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। তিনতলা মার্কেটের তৃতীয় তলার সব দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বাজারের বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, পরিকল্পিতভাবে নিউ সুপার মার্কেটে আগুন লাগানো হয়েছে।
আগুন লাগার জন্য তারা সরাসরি সিটি করপোরেশনের লোকজনকে দায়ী করেছেন। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে একাধিক ব্যবসায়ী এ অভিযোগ করেন। তারা প্রশ্ন তোলেন সেহরির সময় রাতে কেন আগুন লাগে।
ক্ষুব্ধ এক ব্যবসায়ী অভিযোগ করেন, সিটি করপোরেশনের যারা মার্কেটের ফুট ওভার ব্রিজের সিঁড়ি ভাঙতে আসেন তারাই আগুন লাগান। রাত চারটায় কেন তারা ব্রিজ ভাঙতে আসবে?
আরেক ব্যবসায়ী বলেন, তিনি একটা জিনিস বুঝতে পারছেন না, রাতে সেহরির সময় আগুন লাগা-লাগি কেন?
আরেক ব্যবসায়ী বলেন, গতকাল খুব গরম ছিল। সেতু ভেঙে পড়ার পর গরমের কারণে কারেন্টের তার ফেটে যায়। এরপর আগুন লেগে যায়।
সিসিটিভি ফুটেজ দেখার দাবি জানিয়ে আরেক ব্যবসায়ী বলেন, সিটি করপোরেশনের লোকজন গ্যাস দিয়ে সিঁড়ির রড কাটলে আগুনের সূত্রপাত হয়। বিকাল ৪টা থেকে তারা কাজ করছে। সিসিটিভি ফুটেজ দেখলেই প্রমাণ পাওয়া যাবে। অপর এক ব্যবসায়ী জানান, এই আগুন পরিকল্পিত।
এর আগে এক সপ্তাহের মধ্যে বঙ্গবাজার মার্কেট ও নবাবপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ এপ্রিল ভোররাতে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সবচেয়ে বড় পাইকারি বাজারের তিন হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আশপাশের আরও ৫টি বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে।