January 26, 2025
বন্ধু দিয়ে নিজ স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার স্বামী

বন্ধু দিয়ে নিজ স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার স্বামী

বন্ধু দিয়ে নিজ স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার স্বামী

বন্ধু দিয়ে নিজ স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার স্বামী

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্বামীর সহযোগিতায় এক স্বামীর নিজ স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ স্বামী আশরাফুলকে আটক করে আদালতে পাঠায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত স্বামী আশরাফুলকে আটক করে শুক্রবার বিকেলে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার মধ্যরাতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে তার স্ত্রীকে তার বন্ধু জামাল হোসেন ধর্ষণ করে।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত স্বামী আশরাফুল ওই গৃহবধূকে উপজেলার মধ্যগদ্দিমারী গ্রামে বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। পরে তাকে তার বাবার বাড়িতে না নিয়ে অন্য আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। ওই রাতে স্বামী নিজেই প্রথমে তার সঙ্গে শারীরিক মিলন করেন। এরপর জামাল  নামের এক বন্ধুকে ফোন করে নিয়ে আসেন। বন্ধু জামালের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্ত্রীকে জানায় স্বামী। স্ত্রী রাজি না হলে আশরাফুল নামের জানয়ার  স্বামীর সহায়তায় তার বন্ধু জামাল তাকে ধর্ষণ করে।

বৃহস্পতিবার সকালে অসুস্থ গৃহবধূকে একটি অটোরিকশায় করে বাবার বাড়িতে পাঠায় অভিযুক্ত স্বামী। পরে ওই গৃহবধূদের প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিতা গৃহবধূ বলেন, বুধবার রাতে আমার স্বামী বলেন, চল তোমাকে তোমার বাপের বাড়িতে নিয়ে যাই। এরপর তাকে বাড়িতে না নিয়ে জোর করে অন্য বাড়িতে নিয়ে যায়। পরে আমার স্বামী আমার সাথে যোগাযোগ করেন। এরপর জামাল নামের এক ছেলে আমাকে জোর করে ধর্ষণ করে।

এ ঘটনায় স্ত্রীর ভাই হাতীবান্ধা থানায় মৌখিক অভিযোগ করলে হাতীবান্ধা থানা পুলিশ অভিযুক্ত স্বামী আশরাফুলকে আটক করে বৃহস্পতিবার রাতে থানায় নিয়ে আসে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি।

Leave a Reply

Your email address will not be published.

X