November 23, 2024
সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের ২২ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশী

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের ২২ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশী

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের ২২ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশী

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের ২২ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশী

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বাস ব্রেক কষে উল্টে সেতুতে ধাক্কা মারে। তখন  বাসটিতে আগুন ধরে যায়। যার কারণে  নিহত হয়েছেন ২২  ওমরাহ হজ যাত্রী। আহত হয়েছেন ২৯ জন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশ ও আভা শহরের সংযোগ সড়কে সোমবার এ দুর্ঘটনা ঘটে। সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

আসির প্রদেশের ঘটনাটি কার্যত ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত বাধার মুখে  ফেলে দিয়েছে।এটি এমন এক সময়ে ঘটেছে যখন বহু মানুষ রমজানে ওমরাহ করতে মক্কা যাচ্ছেন এবং হজ আর মাত্র কয়েক মাস বাকি।

রাষ্ট্রীয় অধিভুক্ত আল-আখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে যে দুর্ঘটনায় ২২ জন মারা গেছে এবং ২৯ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।

চ্যানেলটি কোনো কারণ উল্লেখ না করেই বলেছে এটি একটি “যানবাহনের সমস্যা” ছিল, অন্যদিকে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে যে দুর্ঘটনাটি ব্রেক সমস্যার কারণে ঘটেছে। ফলে বাসটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে আগুন ধরে যায়।

যে কোনো ধরণের সহায়তার জন্য সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে হতাহতদের পরিবারকে +966553026814 ও +966538643532 নম্বর দুটিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X