ইউক্রেন যুদ্ধের প্রথমবার্ষিকীতে জেলেনস্কিকে এরদোগানের শান্তি ফিরিয়ে আনার আশ্বাস
ইউক্রেন– রাশিয়া যুদ্ধের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফোনকলে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন এরদোগান।
তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ফোনালাপের কথা জানানো হয়েছে। ফোনকলে তারা ইউক্রেন যুদ্ধ নিয়েও আলাপ করেছেন। এ সময় দেশটির প্রতি সহানুভূতি প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট।
ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে তুরস্ক আগের মতো প্রচেষ্টা চালিয়ে যাবে- জেলেনস্কিকে এমন আশ্বাস দিয়েছেন এরদোগান। আর তুরস্কের সহায়তার জন্য এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করছে তুরস্ক। যুদ্ধ বন্ধে দেশ দুটির মধ্যে শান্তি আলোচনায়ও মধ্যস্থতা করেছে তুরস্ক।