October 31, 2024
যতদিন প্রয়োজন হয়, ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্রঃ অভিনব সফরে ইউক্রেনে বাইডেন

যতদিন প্রয়োজন হয়, ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্রঃ অভিনব সফরে ইউক্রেনে বাইডেন

যতদিন প্রয়োজন হয়, ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্রঃ অভিনব সফরে ইউক্রেনে বাইডেন

যতদিন প্রয়োজন হয়, ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্রঃ অভিনব সফরে ইউক্রেনে বাইডেন

যতদিন যুদ্ধ চলে ততদিন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান যুদ্ধের মধ্যে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্য দিয়ে এক  ভিন্ন রুমাঞ্চকর ভ্রমণের পর সোমবার তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেন।

সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেছেন বাইডেন । বলেছেন, ইউক্রেন যুদ্ধ পুতিনের কঠিন ভুল। পুতিন ভেবেছেন তিনি ইউক্রেনকে এবং তার পশ্চিমা মিত্রদের উড়িয়ে দিতে পারবেন। বাইডেন আরও বলেন, আপনারা বিজয়ী হতে চলেছেন এমন আস্থা আমাদের আছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকীর আগে প্রথম এই সফর করলেন বাইডেন। জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বাইডেন ও জেলেনস্কি ক্রাইমিয়াকে ইউক্রেনের কাছ থেকে কেড়ে নেয়ার পর থেকে গত ৯ বছরে যেসব সেনা সদস্য নিহত হয়েছেন তাদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন। ইউক্রেনে বাইডেনের উপস্থিতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র দেশটির গণতন্ত্র, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি দ্ব্যর্থহীন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল। পোল্যান্ড থেকে ১০ ঘন্টার ট্রেন সফর করে কিয়েভে পৌঁছেন বাইডেন।

মনে করা হচ্ছে, তিনি অস্ত্রশস্ত্র ও আকাশপথে নজরদারি রাডারসহ আরও সামরিক সমর্থন দেয়ার ঘোষণা দেবেন। এ সপ্তাহের শেষের দিকে রাশিয়ার যোদ্ধাগোষ্ঠীর বিরুদ্ধে আরও এক দফা নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।

উত্তরে ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, এই সফরকে দেখা হবে এবং অবশ্যই এর মধ্য দিয়ে আমাদের ভূখণ্ডের স্বাধীনতার লড়াইয়ের প্রতিফলন হিসেবে। এখন পর্যন্ত দেয়া হয়নি এমন অন্যান্য অস্ত্রও পাঠানোর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছেন তারা। যুক্তরাষ্ট্রের কাছে বার বার এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছেন জেলেনস্কি। সেদিন সোমবারই সফর শেষ করেন বাইডেন।

Leave a Reply

Your email address will not be published.

X