September 19, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
লিবিয়ায় নৌকাডুবিতে অভিবাসন প্রত্যাশী অন্তত ৭৩ জনের মৃত্যুর আশঙ্কা: আইওএম

লিবিয়ায় নৌকাডুবিতে অভিবাসন প্রত্যাশী অন্তত ৭৩ জনের মৃত্যুর আশঙ্কা: আইওএম

লিবিয়ায় নৌকাডুবিতে অভিবাসন প্রত্যাশী অন্তত ৭৩ জনের মৃত্যুর আশঙ্কা: আইওএম

লিবিয়ায় নৌকাডুবিতে অভিবাসন প্রত্যাশী অন্তত ৭৩ জনের মৃত্যুর আশঙ্কা: আইওএম

লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৩ জন অভিবাসী নিখোঁজ হয়েছে এবং তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবারের নৌকাডুবির ঘটনায় মাত্র সাতজন বেঁচে গেলেও হাসপাতালে ‘অত্যন্ত গুরুতর অবস্থায়’ রয়েছেন বলে জানা গেছে। লিবিয়ার রেড ক্রিসেন্ট ও পুলিশ এখন পর্যন্ত ১১টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে।

জানা যায়, নৌকাটি ইউরোপের দিকে যাচ্ছিল। আইওএমের মতে, রুটটি ‘বিশ্বের সবচেয়ে মারাত্মক অভিবাসী সমুদ্র ক্রসিং’।

সংস্থার মুখপাত্র সাফা মেহেলি এই পরিস্থিতিকে অসহনীয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধারের ক্ষমতা বাড়াতে, বিপজ্জনক যাত্রা কমাতে অভিবাসনের জন্য পরিষ্কার ও নিরাপদ অবতরণ প্রক্রিয়ার পাশাপাশি নিরাপদ ও নিয়মিত পথ তৈরি করতে’ আরো প্রচেষ্টা প্রয়োজন।

 

Leave a Reply

Your email address will not be published.

X