গিনেস রেকর্ডে ৯ বছর ২১২ দিন বয়সী মুরব্বি পিচ্চি ইঁদুর
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ জীবন অতিবাহিত করায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে একটি পিচ্চি ইঁদুরের। তার বয়স ৯ বছর ২১২ দিন। দীর্ঘ জীবনের জন্য ইঁদুরটিকে একটি প্রশংসা পত্রও দিয়েছে সান দিয়েগো চিড়িয়াখানা বন্যপ্রাণী জোট।
রবিবার এক প্রতিবেদনে জানানো হয়, দেহের আকারের কারণে চারপেয়ে প্রাণীকে পিচ্চি বলা হলেও তারা প্যাসিফিক পকেট মাউস নামে পরিচিত। আকারে ক্ষুদ্র এ ইঁদুরের বৈজ্ঞানিক নাম পেরোগনাথুস লংজিমমেব্রিস প্যাসিফিকাস। এরা বাস করে উপকূলীয় ইকোরিজিয়নের বালুকাময় উপকূলীয় মাটিতে। এদের খাদ্য মূলত ছোট ছোট বীজ ও ক্ষুদ্র পোকা-মাকড়। ১৯৯৩ সাল পর্যন্ত প্যাসিফিক পকেট মাউস বিলুপ্ত বলে বিশ্বাস করা হচ্ছিল।
1 Comment