ইসরায়েলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ
টানা পঞ্চম সপ্তাহে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার ইসরায়েলি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দেশের বিচার বিভাগের আইনে বড় ধরনের পরিবর্তন শুরু করেছে। তা ঠেকাতে দেশে নজিরবিহীন এই প্রতিবাদ চলছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) হাজার হাজার বিক্ষোভকারী তেল আবিবে নেতানিয়াহুর বিচারমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় পতাকা ধারণ করে এবং স্লোগান দেয়।
বিক্ষোভকারীরা বলেন, ইসরাইলী আজ রাতে এখানে এসেছি প্রতিবাদ করতে, ইসরায়েলে গণতন্ত্র থেকে স্বৈরাচার প্রতিরোধ করতে।”
তারা আরও বলেন, তারা আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। তারা ইসরায়েলের গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। তাই ইসরায়েলি গণতন্ত্র রক্ষার জন্য আমরা প্রতি সপ্তাহে যেকোনো আবহাওয়ার মধ্যেই প্রতিবাদ করি।
নেতানিয়াহু, যিনি উগ্র ডানপন্থীদের সমর্থনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ষষ্ঠ মেয়াদে জয়ী হয়েছেন, বিচার বিভাগকে সংশোধন করার পরিকল্পনা করেছেন, যা সমালোচকদের মতে দেশের সুপ্রিম কোর্টকে দুর্বল করবে, বিবিসি জানিয়েছে।
সমালোচকরা এই উদ্যোগকে ‘অভ্যুত্থান’, ‘ক্ষমতার পালাবদল’ ইত্যাদি বলে অভিহিত করছেন। অনেকে বলছেন নেতানিয়াহু নিজেই ইসরায়েলে ‘গণতন্ত্রের জন্য ব্যক্তিত্বপূর্ণ বিপদ’।