রোগীর সেবায় রোবট নার্স
হাসপাতালের রোগীদের ইঞ্জেকশন দিচ্ছেন একজন রোবট নার্স। এই যন্ত্রের নার্স রোগীর রক্ত পরীক্ষার যত্ন নিতে ব্যস্ত। এমনই চিত্র দেখা গেল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম এলাকার বেসরকারি হার্টল্যান্ড হাসপাতালে।
পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সম্প্রতি হাসপাতালে রোবট নার্স পরিষেবার উদ্বোধন করেছেন। করোনা মহামারীর অভিজ্ঞতা থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে যে রোবট নার্স সংক্রামক রোগীদের চিকিৎসা করা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেবে।
পাঁচ ফুট লম্বা এই রোবট নার্স হাসপাতালে সংক্রামক রোগীদের ইনজেকশন দেওয়াসহ সব সেবা দেবেন। রোবটটি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, ডাক্তারের সাথে যোগাযোগ এবং রক্তের নমুনা সংগ্রহের মতো কাজগুলিও সম্পাদন করবে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্মার্ট ফোন দিয়ে সহজেই সামলানো যায় এই নার্সকে। কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা এই রোবট নার্স তৈরি করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোবট নার্স সার্ভিস এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সম্পূর্ণ সেবা পেতে কিছুটা সময় লাগবে। এদিকে এমন অভিনব নার্স পেয়ে খুশি রোগীরাও।
তবে, একজন রোগী বলেছেন যে চিকিৎসার মতো স্পর্শকাতর বিষয়ে একজন রোবট নার্সের প্রতি আস্থা রাখতে ও আস্থা তৈরি করতে সময় লাগবে৷