February 16, 2025
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমার প্রথম পর্ব

শেষ হয়েছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত । রোববার (১৫ জানুয়ারি) এই দোয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাংলাদেশসহ সারা বিশ্বে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

বেলা ৯টা ৫৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। চলে দীর্ঘ ২৩ মিনিট। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।

মোনাজাতের আগে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়তি বয়ান। দেশ-বিদেশের লাখো মুসল্লির উপস্থিতিতে টঙ্গীরের তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান ইবাদত-বন্দেগি, জিকির, আসকার ও আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিলো।

প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশা উপেক্ষা করে গাজীপুর ও রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে লাখো মানুষ দলে দলে ইজতেমা মাঠে এসে শেষ মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

Leave a Reply

Your email address will not be published.

X