January 22, 2025
যে কোম্পানির কর্মচারীগণ ৪ বছরের বেতনের সমান বোনাস পাচ্ছেন

যে কোম্পানির কর্মচারীগণ ৪ বছরের বেতনের সমান বোনাস পাচ্ছেন

যে কোম্পানির কর্মচারীরা ৪ বছরের বেতনের সমান বোনাস পাচ্ছেন

যে কোম্পানির কর্মচারীগণ ৪ বছরের বেতনের সমান বোনাস পাচ্ছেন

তাইওয়ানের এভারগ্রিন মেরিন কর্পোরেশন সত্যিই তাক লাগিয়ে দিয়েছে। কোম্পানির আয় বেড়ে যাওয়ায় কর্মচারীদের ৪ বছরের বেতনের সমান বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

তবে এই বোনাস কমবেশি হবে কর্মচারীদের মূল বেতন, গ্রেড এবং ব্যক্তিগত কর্ম দক্ষতার  উপর নির্ভর করে।



জানা গেছে, ২০২২ সালে এভারগ্রিনের মূলধন। বেড়েছে ২০.৭ মিলিয়ন ডলার। যা ২০২০ সালের মুনাফার চেয়ে তিনগুণ বেশি। করোনার কারণে জ্বালানি পরিবহনের চাহিদা বেড়ে যাওয়ায় তাইপেই-ভিত্তিক কোম্পানির আয় বেড়েছে।

সেই আয়ের একটি অংশ কর্মচারীদের বোনাস হিসেবে দেওয়া হয়। হিসাব অনুযায়ী, কর্মীদের ৫০ মাসের বেতনের সমান পরিমাণ বোনাস হিসেবে দেওয়া হবে।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X