January 24, 2025
২০ কোটি টাকা দামি কুকুর!!! হ্যাঁ, অধিকাংশ মানুষ যেদেশে অপুষ্টির শিকার

২০ কোটি টাকা দামি কুকুর!!! হ্যাঁ, অধিকাংশ মানুষ যেদেশে অপুষ্টির শিকার

২০ কোটি টাকা দামি কুকুর!!! হ্যাঁ, অধিকাংশ মানুষ যেদেশে অপুষ্টির শিকার

২০ কোটি টাকা দামি কুকুর!!! হ্যাঁ, অধিকাংশ মানুষ যেদেশে অপুষ্টির শিকার

যে দেশের অধিকাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে, অর্ধাহারে থাকে, সে দেশের মানুষ ২০ কোটি টাকা খরচ করে কুকুর কিনতে।

তিনি বেঙ্গালুরু-ভিত্তিক কুকুর ব্রিডার সতীশ। সতীশ কুমার সম্প্রতি ২০ কোটি টাকায় একটি ককেশীয় শেফার্ড (কুকুর) কিনেছেন। তিনি ইন্ডিয়ান ডগ ব্রিডার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। সতীশ কুকুরের প্রজনন করে এবং বিক্রির জন্য উচ্চ মানের কুকুরছানা তৈরি করে। তিনি যে ককেশীয় শেফার্ডটি কিনেছিলেন তার বয়স দেড় বছর। নাম- কাদেরমা হায়দার। এই হায়দার আবার এয়ার কন্ডিশনার ছাড়া জীবনযাপন পারে না। তাই সতীশ তার ক্যানেলে একটি ভেন্টিলেটর বসান। ২০ কোটি টাকার কুকুরের খাবার ছড়িয়ে দিতে রয়েছে চারজন খাবারদার।

হায়দার দিনে চারবার রাজকীয় খাবার খান। ভারতের অর্ধেকেরও বেশি মানুষ অর্ধজাতি হতে পারে, কিন্তু তাতে কি আসে যায় । বিশ কোটি কুকুরের পেট না থাকলেতো চলবেনা? সতীশ জানে যে, হায়দার উর্বর হলেই তার ভাগ্য ফিরিয়ে দেবে। তাই তার এখন জামাই আদর। কুড়ি কোটি তাকার কুকুর বলে কথা!

ধন্যবাদ, ২০ কোটির জমিদার; অনেক ধন্যবাদ।

 

Leave a Reply

Your email address will not be published.

X