November 13, 2024
ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যাঃ ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব আদালতে আলজাজিরার মামলা

ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যাঃ ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব আদালতে আলজাজিরার মামলা

ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যাঃ ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব আদালতে আলজাজিরার মামলা

 

ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যাঃ ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব আদালতে আলজাজিরার মামলা

ইসরাইলের সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনায় এ মামলা দায়ের করা হয় বলে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে।

টুইটার বার্তায় আলজাজিরা বলেছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় তাদের টেলিভিশন নিউজ নেটওয়ার্কের আইনি দলের তদন্তের পর মামলাটি করা হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ দাখিল করেছে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক।

এই বছরের ১১ মে, শিরিন আবু আকলেহ এবং অন্যান্য সাংবাদিকরা ইসরায়েলি বাহিনীর একটি অভিযানের খবর সংগ্রহ করতে জেনিনে যান।

এ সময় একটি গুলি শিরিনের মুখে লাগে। ওই একটি বুলেটেই তার মৃত্যু হয়।

শিরিন ১৯৯৭ সাল থেকে আল জাজিরার জন্য কাজ করেন। তিনি তার প্রতিবেদনে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নিপীড়নের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন। মুখে গুলি করার সময় শিরিনের পরনে ছিল হেলমেট ও প্রেস জ্যাকেট।

আলজাজিরা গত ছয় মাস ধরে হত্যাকাণ্ডের তদন্ত করার পর প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ এবং বিভিন্ন নতুন প্রমাণের সমন্বয়ে একটি তথ্যপঞ্জি আইসিসির কাছে জমা দিয়েছে।

আল জাজিরার আইনজীবী রডনি ডিক্সন কেসি বলেছেন, “আবু আকলেহ হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা নয়।” এই হত্যাকাণ্ড একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতের তদন্ত করা উচিত।

Leave a Reply

Your email address will not be published.

X